Italy Sponsor Visa Application 2024 ইতালি স্পন্সর ভিসা 2024 আবেদন লিংক

Italy Sponsor Visa Application ইতালি স্পন্সর ভিসা 2024 আবেদন লিংক

গত অক্টোবর ২০২৩ মাসে ঘোষিত নতুন সময় অনুযায়ী ইতালী সৃজনাল ও নন সৃজনাল ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২ ডিসেম্বর ২০২৩ তারিখ ইতালির স্থানীয় সময় সকাল ৯ ঘটিকা থেকে স্পন্সর ভিসার অনলাইন আবেদন শুরু হয়। কিন্তু ওয়েবসাইট সকাল 8:35 মিনিটে ওপেন হয়ে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। আপনি যদি সরাসরি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে ইতালি গভমেন্টের ওয়েবসাইট লিংক থেকে আবেদন করুন।

portaleservizi.dlci.interno.it ইতালি নুল্লা ওস্তা লিংক

ইতালি নুল্লা ওস্তা আবেদন লিংক

Please enable JavaScript in your browser to complete this form.
give me your phone number

গত অক্টোবর ২০২৩ মাসে ঘোষিত নতুন সময় অনুযায়ীসরকার কর্তৃক ঘোষিত নির্ধারিত ক্লিক day অনুযায়ী আজকে শুধুমাত্র ৫৩ হাজার প্রার্থীর আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে এই আবেদন প্রক্রিয়া আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা জানি যে, যারা আগে আবেদন করবে তাদেরকে প্রথম দিকে নুল্লাওস্তা দেওয়া হবে। অর্থাৎ ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে সবার আগে যত দ্রুত সম্ভব আবেদন কমপ্লিট করতে হবে।

ডিক্রেটো ফ্লুসি 2023 ইতালি নুল্লা ওস্তা আবেদনের সময়সূচী

২০২৩ সালে এ পর্যন্ত দুটি আবেদনের নিয়োগ প্রকাশিত হয়েছে। এর মধ্যে গত মার্চের 27 তারিখ প্রথম আবেদন সম্পন্ন হয়। ২ ডিসেম্বর দ্বিতীয় আবেদনের স্পন্সর কোটার আবেদন শুরু হয়। 4 ডিসেম্বর ডমেস্টিক আবেদন তারিখ নির্ধারিত হয়। এবং সর্বশেষ ১২ই ডিসেম্বর সৃজনাল বা কৃষি ভিসার আবেদন শুরু হবে। এক্ষেত্রে প্রতিদিন সকাল ৯টায় ওয়েবসাইট থেকে ক্লিক করা হবে। এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষ করতে হবে।

  • ২ মার্চ স্পন্সর আবেদন
  • ৪ মার্চ ডমেস্টিক আবেদন
  • ১২ মার্চ সৃজনাল আবেদন

APPLY >> https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa

Italy Nulla Osta Apply Link Decreto Flussi 2023 সরাসরি ইতালি ওয়ার্ক পারমিট ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। এক্ষেত্রে কেবলমাত্র Department for Civil Liberties and Immigration – Services Portal এই ওয়েবসাইট ব্যবহার করে ইতালির আবেদন শেষ করতে হবে। সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে আবেদন শেষ করুন।

ইতালি নুল্লা ওস্তা Click Day অনলাইনে আবেদন নিয়ম

  • https://portaleservizi.dlci.interno.it/AliSportello/ali/home.htm সরাসরি লিঙ্কে প্রবেশ করুন
  • এবার বাম পাশ থেকে “Log in with SPID or CIE” এই লেখার উপর ক্লিক করুন
  • আপনার SPID/CIE ও পাসওয়ার্ড সঠিক ভাবে লিখুন
  • “Log in” বাটনে ক্লিক করে প্রোফাইল প্রবেশ করুন
  • “Apply Now” বাটনটিতে ক্লিক করে এখনি আপনার আবেদন শেষ করুন

অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আবেদন করার পর সরকার নির্ধারিত ৮০ ইউরো অনলাইন আবেদন ফি ব্যাংকের মাধ্যমে দিতে হবে। যদি আপনি আবেদন ফ্রি না প্রদান করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কোন কিছু করার থাকবে না।

এবছর সৃজনাল আবেদনের মাধ্যমে ৮২ হাজার শ্রমিক বাংলাদেশ সহ ৩৪ টি দেশ থেকে নেওয়া হবে। এর জন্য অবশ্যই ইতালিতে অবস্থিত বিভিন্ন নির্দিষ্ট সরকারি পোর্টালে বসে আবেদন ক্লিক করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই ক্লিক ডে তে সকাল ৯টা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। এছাড়া বর্তমানে এই ওয়েবসাইটটির সমস্যা থাকার কারণে আবেদন কম হচ্ছে।

তাই আপনি যদি সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে চান তাহলে উপরে দেওয়া লিংকে ক্লিক করুন। ৩৪ থেকে সৃজনাল ভিসাতে ২ লক্ষ ৬০ হাজার ৩২০ জন আবেদনকারী ক্লিক করবেন।

ননসিজোনাল আবেদন লিংক

সকল ৯ টা থেকে আবেদন শুরু হওয়ার পর দুই মিনিট সঠিকভাবে ওয়েবসাইট চলছিল। কিন্তু কিছু সময় পর ওয়েবসাইট ডাউন থাকার পর সরকারি নোটিশ মোতাবেক সকাল সাড়ে দশটার পর পুনরায় আবেদন করা যাবে। এর জন্য প্রায় দুই লক্ষ ৬০ হাজার আবেদনকারী অপেক্ষার প্রহর গুনছেন। তবে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ওয়েবসাইট ঠিক হয়ে যাবে এবং আবেদন পুনরায় শুরু হবে।

ইতালি ওয়ার্ক ভিসা 2023 প্রয়োজনীয় কাগজপত্র

  • আপনার নুল্লা ওস্তা আবেদনের কপি প্রয়োজন
  • ইতালিতে থাকার জন্য একটি বাড়ি অথবা আপনার ঠিকানা প্রয়োজন
  • 2টি কালার ছবি
  • এখান থেকে যাওয়ার সময় আপনার প্রয়োজনীয় অর্থ থাকতে হবে
  • ফ্লাইট টিকেট এবং সময়সূচীর ডুপ্লিকেট

উপরোক্ত তথ্যাদি ছাড়াও আরো কোন নতুন কাগজপত্র যদি প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে নতুন নোটিশের মাধ্যমে জানানো হবে। এছাড়াও পরবর্তী ক্লিকের জন্য আবেদন করতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

1 thought on “Italy Sponsor Visa Application 2024 ইতালি স্পন্সর ভিসা 2024 আবেদন লিংক

  1. Pingback: Italy Sponsor Visa Application 2024 ইতালি স্পন্সর ভিসা 2024 আবেদন লিংক - WikiTechlo

Comments are closed.